শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রিজার্ভের টাকা চুরি

আরসিবিসির বিরুদ্ধে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার জন্য বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সুইফটের সঙ্গে আলোচনা করেছে।

জানা গেছে, গত মাসে আরসিবিসির বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়ে নিউইয়র্ক ফেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা  করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আলোচনায় সুইফটের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় ফেডের কর্মকর্তারা ‘বাংলাদেশ ব্যাংক মামলার বিষয়ে কোনো লিখিত প্রস্তাব পাঠালে তা বিবেচনা করে দেখা হবে’ বলে আশ্বাস দেন। আরও জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অর্থ উদ্ধারের জন্য আগামী মার্চ-এপ্রিল নাগাদ এই দেওয়ানি মামলাটি করা হবে নিউইয়র্কে। মামলার বাদী হিসেবে ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষকে চাইছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মামলা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। তবে অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে তারা জানান। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়, আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনের আরসিবিসিতে। ব্যাংকটির মাধ্যমে স্থানীয় মুদ্রায় বদলে ফিলিপাইনের ক্যাসিনোয় (জুয়া খেলার জায়গা) চলে যায় বেশির ভাগ অর্থ। এ ঘটনার পর ফিলিপাইনের আরসিবিসির মাকাতি শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতোকে চাকরিচ্যুত করা হয়। ব্যাংকটির এমডি লরেন্স তান পদত্যাগ করেন।

সর্বশেষ খবর