শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রাঙামাটিতে হামলা

১১৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৪

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে দুই আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় মোট ১১৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গতকাল পর্যন্ত পুলিশ ১৪ জনকে আটক করেছে।

জানা গেছে, গতকাল ভোর রাতে রাঙামাটি শহর থেকে ৯ জন ও বিলাছড়ি উপজেলা থেকে ৫ জনকে আটক করা হয়। তারা হলেন রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭), মঙ্গল মনি চাকমা (২৬), সাধান চাকমা (২৮), রিকন চাকমা (২৮), কালনজিৎ চাকমা (২২), রূপম চাকমা (২৪), সময় বিজয় চাকমা (২১), শুভ মঙ্গল চাকমা (২৩)। এ ছাড়া একই রাতে শহরের রাঙ্গাপানি এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা (৬০) ও তার ছেলে সমরজিৎ চাকমাকে (২১) গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিলাইছড়ি উপজেলা থেকে সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমাকে (২৬) আটক করা হয়েছে। উল্লেখ্য, রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খিসার ওপর হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার ওপর হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মোট ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সর্বশেষ খবর