শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

পোলট্রি ফার্মে ভাগ্য বদল

কুষ্টিয়া প্রতিনিধি

পোলট্রি ফার্মে ভাগ্য বদল

পোলট্রি ফার্ম করে ভাগ্য বদল করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক সময়ের বেকার যুবক শামীম ইসলাম। ৪ বছর আগে তিনি এ ফার্ম করেন। এখন তিনি এলাকার আদর্শ মুরগি খামারি। তার এ সাফল্য বেকার যুবকদের  স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে। ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের কাশেম মল্লিকের ছেলে শামীম ইসলাম। এসএসসি পাস করার পর পড়ালেখা থেমে যায়। এরপর নানা জায়গায় ঘুরেছেন কাজের আশায়। কিন্তু কোথাও কোনো আশার আলো দেখতে পাননি। পরে ভাগ্য বদলের আশায় কিছু আবাদি জমি বিক্রি করে ২০০৮ সালে বিদেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ ৯ বছর সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়েও ভাগ্য ফেরেনি। তিনি আবার দেশে ফিরে আসেন। ২০১৪ সালে দুলাভাইয়ের পরামর্শ ও সহযোগিতায় তিনি ৫ বিঘা জমির ওপর প্রিয়া পোল্ট্রি ফার্ম নামে একটি মুরগির খামার গড়ে তোলেন। এ খামারই শেষ পর্যন্ত তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। শামীম ইসলাম জানান, তিনি প্রথমে দেড় হাজার লেয়ার মুরগি নিয়ে খামার চালু করেছিলেন। এখন সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। তার খামারে গড়ে প্রতিদিন সাড়ে ১২ হাজার ডিম উৎপাদন হয়। এ ডিম বিক্রি করে প্রতি মাসে গড়ে ৫০-৬০ হাজার টাকা আয় করেন। এছাড়া খামারে বেশ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি জানান, তার এ ফার্মে বর্তমানে দিন-রাত ১০ জন শ্রমিক কাজ করছেন। শামীম জানান, ২০০৫ সালে এসএসসি পাস করার পর তিনি জীবন-জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে গিয়ে তেমন লাভ হয়নি। তাই দেশে ফিরে এ খামার গড়েন। তার মতে, লাখ লাখ টাকা খরচ করে বিদেশ না গিয়ে ওই টাকা দেশে বিনিয়োগ করে বেকারত্ব ও কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হওয়া যায়। তিনি এখন এলাকার বেকার যুবকদের কাছে মডেল।

সর্বশেষ খবর