শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

প্রতিরোধে একতাবদ্ধ হওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য— ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। প্রতি বছর দিবসটি পালিত হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। এই প্রেক্ষাপটে দুদক ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের অনুরোধ জানিয়ে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগকে পত্র দেয়। এই চিঠির পর বর্তমান সরকার চলতি বছরের ১৮ জুলাই এক আদেশবলে ২০১৭ সালের ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ ছাড়া বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শিত হবে।

আজ সকাল সোয়া ৯টায় কমিশন চেয়ারম্যান কমিশনের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের পর কমিশনের মিডিয়া সেন্টারে রক্ষিত রেজিস্টারে নিজ স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। রেজিস্টারটি আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর