সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ইউসিবি ব্যাংক ভবনে আগুন প্রহরীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকার ইউসিবি ব্যাংক (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ব্যাংকের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাও। জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীতে সিটি করপোরেশনের বহুতল মার্কেটে আগুন লাগে। এ মার্কেটে ইউসিবি ব্যাংকসহ দুটি ব্যাংক রয়েছে। আগুনের ঘটনায় ভবনে থাকা মানুষরা ১০ তলার ছাদে উঠে আশ্রয় নেন। সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ব্যাংকের সিকিউরিটি গার্ড সেলিম (৫০) আগুনে পুড়ে নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সকালে সিটি করপোরেশনের ১০ তলা মার্কেটের ৩য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দমকলের ঢাকা ও নারায়ণগঞ্জের মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত হন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী আমিনুল। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা গেছে, আগুনে ব্যাংকের অনেক কাগজপত্র এবং ডেকোরেশন পুড়ে নষ্ট হয়েছে। এ কারণে সকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অবস্থা দেখে আপাতত ‘ব্যাংকটির কার্যক্রম চাষাঢ়া শাখা থেকে পরিচালিত হবে’ বলে জানান। তারা জানান, যেসব কাগজপত্র পুড়েছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ- তা পরে জানানো হবে। ব্যাংকটির অনলাইন কার্যক্রম থাকায় আগুনের ঘটনায় গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলেও তারা জানান।

সর্বশেষ খবর