সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী দিয়াড়মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, চর ভুবনপাড়া (ট্যাকপাড়া) এলাকার জালালের ছেলে আবু আশরাফ (৪২) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে মিছু (৩০)। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবুর লাশ বিএসএফ’র হেফাজতে রয়েছে। তার লাশ ফিরিয়ে নিতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, নিহত আবু এবং মিছু রাতে সহযোগীদের নিয়ে ভারত থেকে বাংলাদেশের ভিতরে গরু আনার চেষ্টা করছিলেন। বিষয়টি বাংলাদেশের দিয়াড়মানিকচকের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফের নজরে আসে। এসময় বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই আবু ও মিছু নিহত হয়। নিহত মিছুর লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে যায় বিএসএফ। তিনি জানান, একটি লাশ তারা পেয়েছেন। নিহত আরও একজনের লাশ আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হলে নিহত ব্যক্তির লাশ ফেরত পাওয়া যাবে।

সর্বশেষ খবর