বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
পেটে গজ রেখে সেলাই

নির্দেশ ৯ লাখ টাকা ক্ষতিপূরণের

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর পেট থেকে গজ বের করার ঘটনায় পটুয়াখালীর সেই ক্ষতিগ্রস্ত মাকসুদা বেগমকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর মধ্যে মাকসুদাকে অস্ত্রোপচারকারী ভুয়া চিকিত্সক অর্জুন চক্রবর্তীকে পাঁচ লাখ এবং স্থানীয় নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষকে চার লাখ টাকা দিতে হবে। তাদের কাছ থেকে টাকা আদায় করে মাকসুদাকে প্রদান করে ১৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। জেলার সিভিল সার্জনকে বিষয়টি তদারক করতে বলা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে ছিলেন আইনজীবী শামসুদ্দিন বাবুল, ভুল অস্ত্রোপচারের শিকার মাকসুদা বেগমের পক্ষে ইমরান এ সিদ্দিক। ১১ ডিসেম্বর অর্জুন চক্রবর্তীকে পুলিশে সোপর্দ করা হয়। উল্লেখ্য, ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হলো গজ!’ শিরোনামে ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আইনজীবী মো. শহিদ উল্লাহ আদালতের নজরে আনেন। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর মাকসুদা বেগম নামের এক নারীর পেট থেকে গজ বের করা হয়েছে। ২৩ জুলাই আদালত এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।

সর্বশেষ খবর