বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিজয় দিবসের অনুষ্ঠান

ঢাকা ও কলকাতায় ভারতীয় ও বাংলাদেশ দল যোগ দিচ্ছে

প্রতিদিন ডেস্ক

বিজয় দিবস উদ্ যাপন পর্যায়ে ভারতের প্রতিনিধি দল ঢাকায় এবং বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এমপি। এই দলে থাকছেন ৩০ জন মুক্তিযোদ্ধা, তিনজন সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর কর্মরত ছয়জন অফিসার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, কূটনীতিক, সিনিয়র আমলা ও সিভিল সমাজের স্বনামখ্যাত ব্যক্তিবর্গ। তারা ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তারা ভারতের বীর যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। তারা জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ও ঐতিহাসিক স্থানগুলোও পরিদর্শন করবেন। লে. জেনারেল জয় ভগবান সিং যাদবের (অব.) নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল আজ ঢাকায় এসে পৌঁছবে। জেনারেল যাদব ১৯৭১ সালে বগুড়ার যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য ‘বীরচক্র’ খেতাবে ভূষিত। তার দলে রয়েছেন ২৭ জন সাবেক যোদ্ধা ও কর্মরত চারজন সেনা অফিসার। তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তারা তাদের সম্মানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ওয়ারফোর্স ফাউন্ডেশন, ঢাকা ক্লাব ও ভারতীয় হাইকমিশন আয়োজিত পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে। এ ছাড়া তারা সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মুক্তিযুদ্ধের কয়েকটি রণক্ষেত্রও পরিদর্শন করবেন তারা।

সর্বশেষ খবর