শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রিহ্যাব মেলা

বসুন্ধরায় প্লট বুকিংয়ে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় প্লট বুকিংয়ে বিশেষ ছাড়

সীমিত আয়ের মানুষের স্বপ্ন সত্যি করতে এবারও আয়োজন করা হয়েছে রিহ্যাব ফেয়ার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চলছে এ ফেয়ার। এ উপলক্ষে বসুন্ধরায় প্লট বুকিং দিলে কাঠাপ্রতি ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ মেলার এবারের স্লোগান ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’। স্বল্প ও মধ্য আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে এ মেলার আয়োজন করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। মেলা উপলক্ষে এককালীন মূল্য পরিশোধে দেওয়া হচ্ছে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট স্টলে চলছে এই ছাড়। মেলায় গিয়ে দেখা গেছে, দেশের আবাসন ব্যবসায় নেতৃস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট রাস্তার ডান পাশে জি, এইচ, আই, জে, এল ও কিউ ব্লকে প্লট বিক্রি করছে। প্লটভেদে দামে ভিন্নতা রয়েছে। এখানে প্লটের এককালীন মূল্য পরিশোধে থাকছে ১০ শতাংশ ছাড়। কিউ ব্লকে প্রতি কাঠা জমির দাম ২৫ লাখ টাকা। ৩, ৪ ও ৫ কাঠার প্লটে ১ লাখ টাকা নগদ বুকিংয়ে ৫০ মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এককালীন মূল্য পরিশোধে ১০ শতাংশ ছাড় রয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিএম কামরুল আহসান বলেন, ‘কুড়িল ফ্লাইওভারসংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল মহাসড়ক ও ১০০ ফুট মাদানী এভিনিউ সংযোগ সড়কের মাঝে বসুন্ধরা বারিধারা প্রকল্পের অবস্থান। এ অঞ্চলের জমির দাম ২৫ বছরে ২০০ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে সুবিশাল প্রশস্ত রাস্তা। যোগাযোগব্যবস্থাও উন্নত।’

এ ছাড়া মেলায় কোনো কোনো প্রতিষ্ঠান আবার বুকিং দিলেই দিচ্ছে বিনা খরচে বিদেশ ভ্রমণের সুযোগ। এককালীন নগদ ও কিস্তিতে মূল্য পরিশোধ— দুই ভাবেই চলছে প্লট ও ফ্ল্যাট বিকিকিনি। ডেভেলপার কোম্পানিগুলো নিজ নিজ প্লট ও ফ্ল্যাট সম্পর্কে আগত ক্রেতা-দর্শকদের জানাচ্ছে। আর তারাও সাধ ও সাধ্যের সমন্বয়ে একখণ্ড জমি বা ফ্ল্যাট বাছাইয়ে এক স্টল থেকে আরেক স্টলে ভিড় করছেন। প্রতিটি স্টলেই সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জেনে নিচ্ছেন বিস্তারিত। আয়োজকরা জানান, স্বল্প ও মধ্য আয়ের মানুষের সাধ ও সাধ্যের মধ্যে প্লট ও ফ্ল্যাট কেনার সুযোগ থাকছে মেলায়। ক্রেতারা এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে যাচাই-বাছাই করে পছন্দমতো প্লট ও ফ্ল্যাট কিনতে পারবেন। আবাসনে ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে মেলায় রয়েছে স্বল্প সুদে ঋণ সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানও। ফ্ল্যাট কিনতে ঋণের সংস্থান করে দেওয়া হচ্ছে সরাসরি। মেলায় অংশ নিয়েছে সরকারি সংস্থা হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। বাড়ি নির্মাণে প্রতিষ্ঠানটির ঋণের সুদহার ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ৯ শতাংশ। এর বাইরে সাড়ে ৮ শতাংশ। ফ্ল্যাট কেনার জন্য তারা ঢাকাসহ জেলা শহরে ১০ শতাংশ সুদে ঋণ দিচ্ছে বলে স্টল কর্মীরা জানান। এর বাইরে বিভিন্ন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে আইডিএলসি, লঙ্কাবাংলা, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি। অন্যদিকে ফ্ল্যাট সাজানোর জন্য টাইলস, দরজা, শৌচাগার সরঞ্জাম নিয়ে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ইন্টেরিয়রের চমৎকার সব ডিজাইন নিয়ে প্রতিষ্ঠানগুলো সাজিয়েছে তাদের স্টল। মেলায় ক্রেতা-দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। মেলায় একবার ও একাধিকবার প্রবেশে দুই ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে। যেমন একবার প্রবেশ করতে টিকিট ফি ৫০ টাকা, আর একাধিকবার বা পাঁচবার প্রবেশ করতে ১০০ টাকা।

সর্বশেষ খবর