সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
জামিন আবেদন আবার নামঞ্জুর

ভূমিমন্ত্রী পুত্রকে কারাগারে রাখার নির্দেশ

পাবনা প্রতিনিধি

পাবনার রূপপুরে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের আদালতে তাকে হাজির না করেই তার আইনজীবী মো. আকরামুজ্জামান মামুন তার জামিনের আবেদন করলে বিচারক তমালের জামিন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দেন বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন। এর আগে ১৩ ডিসেম্বর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তার গাড়িতে করে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টুর সঙ্গে তিনি আদালত চত্বরে আসেন। পাবনার আমলি আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করেন ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফ। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে রাখার নির্দেশ দেন। এবার দিয়ে তৃতীয় বারের মতো তমালের জামিন নামঞ্জুর করলেন আদালত। এর আগে ২১ ডিসেম্বরও আদালতে তার জামিন আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের ওপর হামলা করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনী। এ দৃশ্য ধারণ করতে গেলে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও  সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, পরিবর্তন ডটকম ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, ক্যামেরাপারসন মিলন হোসেন। এ ঘটনায় ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ভূমিমন্ত্রীপুত্র তমালকে প্রধান আসামি করে ২৫-৩০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে। ১৩ ডিসেম্বর রাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটি তমালকে দল থেকে বহিষ্কার করে।

সর্বশেষ খবর