বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকার বাইরে চিকিৎসক বদলি নিয়ে তোলপাড়

প্রতিদিন ডেস্ক

ঢাকার বাইরে বদলি নিয়ে চিকিৎসকদের মধ্যে তোলপাড় চলছে। তারা এ বদলি ঠেকাতে ব্যাপক তৎপরতা চালাতে শুরু করেছেন। খবর : বিবিসি’র। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ঢাকায় কর্মরত ১১০ জন চিকিৎসককে দেশের বিভিন্ন জায়গায় বদলি করেছে। আদেশে বলা হয়েছে, গতকালের (বুধবার) মধ্যে ডাক্তাররা নতুন কর্মস্থলে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তারা কোনো বেতন-ভাতা পাবেন না। কিন্তু অনেক ডাক্তার এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি। বদলি হওয়া কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেক সহকর্মী বদলির আদেশ ঠেকাতে তৎপর। জানা গেছে, বদলিকৃত ১১০ জন ডাক্তারের মধ্যে ৫৫ জন বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত। এ ছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালের ডাক্তাররা রয়েছেন এ তালিকায়। অভিযোগ রয়েছে, চিকিৎসকরা ঢাকার বাইরের জেলায় কাজ করতে চান না। অনেক চিকিৎসক আছেন যারা তাদের প্রভাব খাটিয়ে বছরের পর বছর রাজধানীতে কাজ করছেন। গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা নিয়ে যারা আন্দোলন করেন তাদের অভিযোগ, বড় শহরগুলোর বাইরে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ কম থাকায় চিকিৎসকরা সেদিকে যেতে অনাগ্রহী। চিকিৎসকদের ঢাকার বাইরে যাওয়ার ব্যাপারে অনীহা কেন— জানতে চাইলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ কে এম সাইফ উদ্দিন বলেন, ‘সবার অনীহা নয়, অনেকে হয়তো ঢাকার বাইরে যেতে চান না। আমাকে যেহেতু সরকার আদেশ দিয়েছে, সে জন্য যেতে হবে।’ ঢাকার বাইরে যেতে অনাগ্রহ সম্পর্কে তিনি বলেন, ‘এ জন্য প্রধানত দুটো কারণ আছে। প্রথমত, ভালো আবাসনের ব্যবস্থা নেই। দ্বিতীয়ত, সন্তানদের ভালো স্কুলে শিক্ষাদানের সুযোগ নেই। তাছাড়া সিনিয়র এবং বিশেষজ্ঞ ডাক্তারদের ঢাকার বাইরে কাজ করার সুযোগ সীমিত।’ তাঁর সঙ্গে একমত পোষণ করেন আরেকজন চিকিৎসক। সহযোগী অধ্যাপক পদমর্যাদার এই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি মুখের ক্যান্সার বিষয়ক একজন চিকিৎসক। সারা দেশ থেকে রোগীরা যখন সমস্যা নিয়ে ঢাকায় আসেন, তখন আমি তাদের প্রয়োজনে সার্জারি করতে পারি। কিন্তু আমাকে প্রত্যন্ত এলাকায় বদলি করলে দেশের অন্য জায়গা থেকে আমার কাছে রোগীরা আসবে কীভাবে?’ এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, ‘এর আগেও নানাভাবে বলার পরেও অনেক ডাক্তারকে ঢাকার বাইরে পাঠানো যায়নি। তাই বাধ্য হয়ে এবার কড়া করে বলতে হয়েছে যে তারা নতুন কর্মস্থলে না গেলে এখানেও বেতনভাতা পাবেন না।’ তিনি জানান, নতুন করে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের কথা ভাবছে সরকার, যাদের পদায়নও হবে গ্রামীণ এলাকায়। বাংলাদেশে স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভালো আবাসন এবং সন্তানদের শিক্ষার কথা বলে অনেক ডাক্তার ‘অজুহাত’ তুলে ধরছেন। ঢাকা নগরী ডাক্তারদের যানজটে পরিণত হয়েছে। অন্য সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যদি ঢাকার বাইরে কাজ করতে পারেন তাহলে ডাক্তাররা পারবেন না কেন?” তিনি বলেন, একটি সুনির্দিষ্ট পদ্ধতি গড়ে তোলা দরকার, যাতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারা গ্রামীণ এলাকায় কাজ করতে বাধ্য হন।

সর্বশেষ খবর