বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
শিক্ষকদের কর্মসূচি অব্যাহত

এমপিও না নিয়ে ঘরে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

এমপিও না নিয়ে এবার ঘরে ফিরবেন না শিক্ষকরা। এ দাবিতে মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিওভুক্ত সারা দেশের শিক্ষক ও কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে গতকালও সকাল থেকে চলেছে তাদের কর্মসূচি। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশ নেন। আন্দোলনরত শিক্ষক নেতারা বলেন, আশ্বাসে আমরা অনেকবার কর্মসূচি স্থগিত করছি। তবে এবার দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা না হলে সেগুলো একে একে বন্ধ হয়ে যেতে পারে। আর এগুলো বন্ধ হয়ে গেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে।

তারা আরও বলেন, অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের তাড়া করছে। দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের কিছুই হয়নি। নেতারা বলেন, বর্তমানে দেশে পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে, যা এমপিও প্রত্যাশী। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদান করে আসছেন। সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীদের তারা পাঠদান করে আসছেন। তারা বলেন, নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়মনীতিতে, একই কারিকুলামে, সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি একইভাবে অনুসরণ করা হয়। তাদের ও আমাদের নিয়োগ পদ্ধতিতেও কোনো পার্থক্য নেই। অথচ আমাদের এমপিও নামক অর্থনৈতিক মুক্তির ছোঁয়া নেই।

সর্বশেষ খবর