বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছয় ধর্ষণ ফাঁদের কাহিনী জানাল ছাত্রলীগ নেতা

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরে ছয় নারীকে ধর্ষণ ও তার ভিডিও ছড়ানোর মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। গতকাল শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম মুজাহিদুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন। খবর বিডিনিউজের। ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গতকাল তাকে আদালতে হাজির করা হয়। আরিফ হাওলাদার ভিডিও ছড়ানোর কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালত পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, আরিফ গোপন ক্যামেরায় ছয় নারীর অশ্লীল ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়ানোর কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করার পর ফাঁদে ফেলে কলেজছাত্রী, গৃহবধূসহ ছয় নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে আরিফের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, আরিফ হোসেন বিভিন্ন সময় ফাঁদে ফেলে ছয় নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ওই ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো প্রকাশের ভয় দেখিয়ে তিনি তাদের আবার ধর্ষণ করেন। এ ছয়জনের মধ্যে এক গৃহবধূ রয়েছেন, যার নগ্ন ছবি ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে আরিফ তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, ১০ নভেম্বর সন্ধ্যায় সাইফুল ইসলাম নামের এক যুবকের আইডি থেকে প্রথমে ছয় নারীর সঙ্গে আরিফের আপত্তিকর ছবি ছড়ানো হয়। এরপর ওইদিন রাত ৮টা ৪০ মিনিটে এবং রাত ৮টা ৪২ মিনিটে রাজীব মাদবরের আইডি থেকে আরও দুটি ভিডিও আপলোড করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক নারী বাদী হয়ে ১১ নভেম্বর আরিফ হাওলাদারের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে জেলা ছাত্রলীগ ১১ নভেম্বর আরিফকে সংগঠন থেকে বহিষ্কার করে।

সর্বশেষ খবর