বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভোটার সংখ্যায় গরমিল!

বেড়েছে ৪৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদে এবার যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার। সব মিলিয়ে দেশে মোট ভোটার সংখ্যা এখন ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। নতুন ভোটারদের বেশিরভাগই নারী। গতকাল ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এদিকে এই খসড়া প্রকাশের পর দেশের মোট ভোটার সংখ্যা নিয়ে গরমিল দেখা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত বছর ১৬ জুলাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সময় জানিয়েছিলেন, ২০১৭ সালে বিদ্যমান ভোটার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ। সেই হিসাবে নতুন ভোটার যুক্ত এবং মৃত ভোটার বাদ দিলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১০ কোটি ৪৪ লাখের বেশি। কিন্তু গতকাল খসড়া প্রকাশকালে ইসির ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন হালনাগাদের আগে ২০১৭ সালে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। অর্থাৎ ৪ লাখ ভোটারের গরমিল দেখা দিয়েছে।

জনগণের দেখার জন্য সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে ভোটার তালিকার খসড়া রাখা হয়েছে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনের এক সংবাদ সম্মেলনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, তালিকার বিষয়ে দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, ২০১৭ সালে হালনাগাদ ও ২০১৫ সালে নেওয়া পনের বছর বয়সীদের নিবন্ধন তথ্য মিলিয়ে এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। এর মধ্যে গেল বছর ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন ও ২০১৫ সালের ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন রয়েছে। নারীদের ভোটার হতে ব্যাপক উদ্যোগ থাকায় হালনাগাদে নারী ভোটার বেশি হয়েছে বলে জানান তিনি। হেলালুদ্দীন জানান, হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। যারা বিদ্যমান থেকে বাদ গেছে। সারা দেশে পুরুষ ৫,২৪,৬২,৮৬৫ জন, নারী ৫,১৫,৮৯,০১৮ জন। হালনাগাদে নারী বেশি হলেও দেশের মোট ভোটারে আট লাখেরও কম রয়েছে। দ্বৈত ভোটারের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩১ জন, যারা ভোটার তালিকায় নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর