বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

২০১৮ সালে বিমানে ২০১৭ তে গন্তব্যে

প্রতিদিন ডেস্ক

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, টাইম মেশিনের আর দরকার নেই। বিমানে করেই অতীতে ফিরে যাওয়া যায়! এ রকমই একটি ঘটনা বাস্তবে ঘটেছে। বিমান ২০১৮ সালে ফ্লাইট শুরু করেছিল, কিন্তু গন্তব্যে পৌঁছেছে ২০১৭ সালে!

হাওয়াইয়ান এয়ারলাইনসের এইচএ ৪৪৬ ফ্লাইটের ক্ষেত্রে এটি ঘটেছে। নববর্ষের আগের রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর থেকে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। যাত্রী নিয়ে ফ্লাইটটি একই দিন সকাল ৯টা ৪৫ মিনিটে হনুলুলুতে অবতরণের কথা। কিন্তু দেরিতে ফ্লাইটটি ছাড়ায় নববর্ষের প্রথম প্রহরে অর্থাৎ ২০১৮ সালেই (রাত ১২টা ৫ মিনিটে) যাত্রা করে। ফ্লাইটটি অবতরণ করে ৩১ ডিসেম্বর সকাল ১০টা ১৬ মিনিটে। মূলত বিশ্বব্যাপী সময়ের যে পার্থক্য সেজন্যই এই ব্যতিক্রমী ঘটনা। যাত্রীদের জন্য ভালোই হয়েছে। দুবার নববর্ষ উদ্যাপন করতে পেরেছেন তারা! সূত্র : ইনডিপেনডেন্ট।

সর্বশেষ খবর