বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এখনো ঢুকছে রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরানোর প্রস্তুতি কিংবা উদ্যোগ নিলেও মিয়ানমারের সোনাবাহিনী ও পুলিশের নির্যাতন কোনোভাবেই বন্ধ হচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। তারা রোহিঙ্গা পুরুষদের বিনে পয়সায় খাটানো, কাজ কর্ম থেকে বিরত রাখা ও বাজার-ঘাট প্রভৃতিতে পেলে নির্যাতন করা অব্যাহত রেখেছে। তাই রাখাইন থেকে বিতাড়িত হয়ে এপারে চলে এসেছেন—পালিয়ে আসা রোহিঙ্গারা এসব কথা জানালেন। টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অর্ধ শতাধিক রোহিঙ্গা ঢুকেছে। ২ জানুয়ারি ভোর থেকে এসব রোহিঙ্গা এপারে প্রবেশ করেছেন। টেকনাফ উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সকাল থেকে  শাহপরীর দ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট  হয়ে আসা ৩টি পরিবারে ১৬ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে তালিকাভুক্ত করেছেন। তাদের মানবিক সহায়তা পূর্বক নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। এ ছাড়া রাতের আঁধারে ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় দালাল চক্রের মাধ্যমে টেকনাফের নাফ নদ ও সৈকত উপকূল হয়ে ঢুকছে রোহিঙ্গারা। এদিকে রোহিঙ্গারা নির্ধারিত শিবিরে থাকছেন না। ছড়িয়ে পড়ছে বিভিন্ন  জায়গায়। এমনকি কক্সবাজারের বাহিরেও যেতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি যে যার মতো  শিবিরগুলোর বাইরে ব্যাঙের ছাতার মতো ঝুপড়ি ঘর গড়ে তুলছে। বিভিন্ন যানবাহনে তাদের অবাধ বিচরণ লক্ষণীয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর