শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের ওপর গণহত্যা জাতিগত নিধনের শামিল

ক্যাম্প পরিদর্শনে ওআইসি দল

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা জাতিগত নিধনের শামিল বলে উল্লেখ করেছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনরত ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি (আইপিএইচআরসি)।

গতকাল দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইপিএইচআরসির চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি বলেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে যে সব তথ্য পেয়েছি তা ওআইসির কাছে প্রতিবেদন পেশ করব।’ ভাইস-চেয়ারপারসন ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ বলেন, ‘রোহিঙ্গা মুসলিমদের ওপর এ নির্যাতন জাতিগত নিধনের শামিল।’ এসময় তিনি রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন ছাড়াও গতকাল সকাল থেকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ওআইসির ভাইস-চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা। উল্লেখ্য, প্রতিনিধি দলটি গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার পৌঁছে। ওইদিন তারা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

 

সর্বশেষ খবর