শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা মেডিকেল বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের জের ধরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে গতকালই শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। সংঘর্ষে অন্তত ১৫ ছাত্র আহত হয়েছেন।

জানা গেছে, রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের ডা. আবদুল হান্নান ও ডা. হাবিবুর রহমান পলাশ গ্রুপের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় আবাসিক হোস্টেলের ভিতর সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তৌফিক ও ইফরান নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। গুরুতর আহত তৌফিককে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মহসিন উজ-জামান জানান, গভীর রাতে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হলে কিছু ছাত্র আহত হয়েছে। তাদের ঢাকা ও কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ ডা জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ও হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা এরই মধ্যে সব আবাসিক হোস্টেল ত্যাগ করেছে। মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

সর্বশেষ খবর