রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ছাত্রলীগকে ওবায়দুল কাদের

মার্চে সম্মেলনের প্রস্তুতি নিন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী মার্চ মাসেই ছাত্রলীগের জাতীয় সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত র‌্যালি-পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বার্তা দেন। সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাহী কমিটির সভা ডেকে আপনারা জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছা স্বাধীনতার মাসেই নিজেদের সম্মেলন করবে ছাত্রলীগ। তিনি বলেন, আমরা তারিখ নির্ধারণ করে দিতে পারি না। ছাত্রলীগ নিজেরাই তাদের তারিখ নির্ধারণ করে নেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের ৪ তারিখের র‌্যালি ৬ তারিখে হচ্ছে। আমি ছাত্রলীগকে ধন্যবাদ দিতে চাই তারা জনগণের দুর্ভাগ ও ভোগান্তির মাত্রা সহনীয় পর্যায়ে থাকার কথা চিন্তা করে ছুটির দিনে অনুষ্ঠানের আয়োজন করেছে। ওবায়দুল কাদের বলেন, শুধু নেতা-কর্মীর সংখ্যা বাড়লে হবে না, যোগ্যতাসম্পন্ন নেতা-কর্মী প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে আরও সুশৃঙ্খল হতে হবে। মাঝে মাঝে ছাত্রলীগের নামে নিজেরা নিজেদের শত্রু হওয়ার ঘটনা ঘটে। এ ধরনের অপকর্ম বন্ধ করতে হবে। যারা এ ধরনের বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি ছাত্রলীগকে মাদক বন্ধের জন্য কাজ করার আহ্বান জানান। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এটি কলাভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর