মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমা বিশ্বেও শীতের রেকর্ড

প্রতিদিন ডেস্ক

পশ্চিমা বিশ্বেও শীতের রেকর্ড

কানাডায় নায়গ্রা ফলস এখন বরফরাজ্য —বাংলাদেশ প্রতিদিন

ঠাণ্ডার সব রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। সাইক্লোন ‘বোমা’র প্রভাবে বিপর্যস্ত পুরো উত্তর-পূর্বাঞ্চলীয় আমেরিকা এবং কানাডার বিশাল অংশ। তিলোত্তমা নিউইয়র্ক সিটি এখন অনেকটা বরফের নিচে। আর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি টার্মিনাল পানিতে তলিয়ে গেছে। ফলে চরম শৈত্যপ্রবাহে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিমান চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। ফলে বহু যাত্রী বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়ে এবং তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এএফপির খবরে বলা হয়, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে পাইপ ভেঙে পানি ঢুকে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেখানে প্রায় হাঁটু পানি জমে গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বৃহস্পতিবারের ঝড়ের পর রেকর্ড পরিমাণ ঠাণ্ডা পড়েছে। এতে অন্তত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রিক ককটন স্বীকার করেন, ‘জেএফকে বিমানবন্দরে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না।’ এদিকে দেশটির আবহাওয়াবিদরা বলছেন, দেশের অনেক জায়গায় এখন তাপমাত্রা মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। শৈতপ্রবাহের পাশাপাশি প্রবল তুষারপাতের কারণে জরুরি অবস্থা জারি করা হয় বেশ কয়েকটি শহরে। তবে নিউইয়র্কে তাপমাত্রা মাইনাস চার থেকে পাঁচে অবস্থান করছে। বলা হচ্ছে, এটি এযাবৎ নিউইয়র্কের সর্বনিম্ন তাপমাত্রা। আর বোস্টনে রবিবার সকালে নিচের দুই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ছিল। যা প্রায় সোয়াশ বছর বা ১৮৯৬ সালের রেকর্ড ছুঁয়েছে। এদিকে পূর্ব কানাডা অংশে চরম ঠাণ্ডা সতর্কতাও তুলে নেওয়া হয়েছে, যদিও কুইবেকে এবং দক্ষিণ অন্টারিওতে তাপমাত্রা মাইনাসে অবস্থান করছে। এএফপি

সর্বশেষ খবর