শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’ তিনজন নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ এর সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে সুমন বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। গতকাল সকালে প্রায় ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র ও ৩৯ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করেছে র‌্যাব। নিহত বনদস্যুরা হলো জাকারিয়া সরদার (৩০), জুলফিকার শেখ (৩৫) ও খোকন মিনা (৪৩)। র‌্যাব সদস্যরা বনদস্যু সুমন বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। র‌্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর সোহেল রানা প্রিন্স জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনে বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় র‌্যাব-৮ এর একটি দল অভিযানে নামে। র‌্যাব সদস্যরা সুখপাড়ার চর এলাকায় পৌঁছলে সুন্দরবনের ভিতরে লুকিয়ে থাকা বনদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা রণেভঙ্গ দিয়ে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে তিন বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব। এ সময় বনের ভিতর ছড়িয়ে থাকা ২টি একনলা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি পাইপগান ও ৩৯ রাউন্ড বিভিন্ন প্রকারের গুলি উদ্ধার করে। বনজীবী ও জেলেদের দিয়ে ওই গুলিবিদ্ধ লাশগুলো বনদস্যু সুমন বাহিনীর সদস্য জাকারিয়া সরদার (৩০), জুলফিকার শেখ (৩৫) ও খোকন মিনা (৪৩) শনাক্ত করেছে বলে র‌্যাব জানিয়েছে। পরে র‌্যাব সদস্যরা বনদস্যু সুমন বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দেয়।

সর্বশেষ খবর