শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসে অভিযুক্ত পাঁচজন জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় স্বীকারকারী ১১ জনের মধ্যে পাঁচজনই এখন জামিনে মুক্ত। ঢাকা মহানগর দায়রা জজ সর্বশেষ গত মঙ্গলবার ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন রাকিবুল হাসান এছাহীকে। তবে বিষয়টি আদালত প্রতিবেদকরা জানতে পারেন গতকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে দায় স্বীকার করে এর আগে তিনি আদালতে জবানবন্দি দিয়েছিলেন। এর আগে ভর্তি জালিয়াতির তদন্তে নেমে ২৬ জনকে গ্রেফতার করে সিআইডি। তাদের মধ্যে রাকিবুল হাসান এছাহীসহ ১১ জন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বলে জানা যায়। প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগ থানার মামলায় এর আগে জামিন পান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি, সুজাউর রহমান সানা, আজিজুল হাকিম ও তানভীর আহমেদ মল্লিক। এদের মধ্যে সানা ৩১ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে, আজিজুল মহানগর দায়রা জজ আদালত থেকে এবং মল্লিক ও রাফি শিশু আদালত থেকে জামিন পান।

পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা রকিবুল হাসান এছাহীকে গত ১১ ডিসেম্বর গ্রেফতারের পর সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ইন্দিরা রোডের যে ছাপাখানায় ছাপা হতো তার কর্মচারী খান বাহাদুরের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে তা মোটা টাকায় বিক্রি করত এই প্রতারক চক্র। এই চক্রের শীর্ষে ছিলেন এছাহী। প্রশ্ন বিক্রির জন্য শিক্ষার্থী সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে চক্র গড়ে তুলেছিলেন তিনি।

সর্বশেষ খবর