মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বড় দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬০ পয়েন্টের বেশি। আগের দিনও ৬০ পয়েন্টের বেশি সূচক কমে। এ সপ্তাহের প্রথম দুই দিনে ডিএসইর সূচক হারিয়েছে ১২০ পয়েন্টের বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে ২৫৬টির, বেড়েছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কিছুটা বেড়েছে। লেনদেনের পরিমাণ ছিল ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৭ টাকা। ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৬৪ পয়েন্ট কমে ২ হাজার ২২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৯৪ পয়েন্ট কমে ১৩৭৬.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ৩৩৫টি কোম্পানির ৯ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৭৯২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে ছিল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, ড্রাগন সোয়েটার ও ব্র্যাক ব্যাংক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর