সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন নিয়ে লালমনিরহাটে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন পড়ার জন্য পত্রিকা নিয়ে গতকাল লালমনিরহাটে সর্বস্তরের মানুষের মধ্যে ছিল কাড়াকাড়ি অবস্থা। চাহিদা অনুযায়ী মূল বাংলাদেশ প্রতিদিন না পেয়ে হতাশ হয়েছেন এ জেলার লাখো পাঠক। হকারদের কাছে যে পত্রিকা ছিল সকালেই তা পাঠকরা প্রতি কপি ২০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন। ফলে দুপুর হওয়ার পর পাঠকরা পত্রিকা না পেয়ে ফটোকপির দোকান থেকে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘লালমনিরহাটে মোতাহার সাম্রাজ্য’ শীর্ষক রিপোর্টটি কিনেছেন। মূল পত্রিকা হাতে না পেয়ে শহরের পাশাপাশি মোতাহারের নির্বাচনী এলাকায় কয়েক হাজার ফটোকপি বিক্রি হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে রবিবার সারাদিন লালমনিরহাটের সর্বস্তরের মানুষের মধ্যে আলোচনা ছিল, মিডিয়া যে মানুষের ভিতরের খবর বের করে আনতে পারে, বাংলাদেশ প্রতিদিন তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই রিপোর্টে তোলপাড় হয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সর্বমহলে। এরকম একটি তথ্যবহুল ও সাহসী রিপোর্ট প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রতিবেদকদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাটের সুশীল সমাজের লোকজন। খোদ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতারা মোতাহার ও তার পরিবারের আসল রূপ চিনত না, এই বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এমন একটি সাহসী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে তাদের অপকর্ম তুলে ধরায় লালমনিরহাট আওয়ামী লীগের অনেক উপকার করল। এ জন্য সম্পাদক নঈম নিজামকে তারা অভিনন্দন জানিয়েছেন। হাতীবান্ধা ও পাটগ্রামের নির্যাতিত মানুষ বাংলাদেশ প্রতিদিনের এমন নির্ভীক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, তাদের ভয়ে এখানকার মানুষ তটস্থ, কারও সাহস নেই মুখ খোলার। এই পত্রিকার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের কালো মুখোশ উন্মোচিত হয়েছে। হাতীবান্ধা এলাকার এক পত্রিকা বিক্রেতা বলেন, তার জীবনে এরকম সাহসী রিপোর্ট দেখেননি। তিনি বলেন, পাঠকরা হুমুড়ি খেয়ে পত্রিকা না পেয়ে প্রতিবেদনটি ফটোকপি করে নিয়েছে। ওই পত্রিকা বিক্রেতা দাবি করেন, এমন কোনো জায়গা নেই যেখানে এই পরিবারটির কালো থাবা ছিল না, এই প্রতিবেদন হাজারো নির্যাতিত মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে। এদিকে গতকাল লালমনিরহাটে ‘বাংলাদেশ প্রতিদিন’ টক অব দ্য টাউনে পরিণত হয়।

সর্বশেষ খবর