মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বর্ণাঢ্য উৎসবে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য উৎসবে সরস্বতী পূজা

সূর্যোদয় থেকে পূজাপাঠ, অঞ্জলি, হাতেখড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। গতকাল পূজাকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেজেছিল বর্ণিল সাজে। পূজা উপলক্ষে সকালে রাজধানীর কৃষিবিদ মণ্ডপ প্রদর্শন করেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া সকাল ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ঢল নামে ভক্তের। ৯টায় পূজা শেষে কয়েক দফায় দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। হাজারো ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ রূপ নেয় জনসমুদ্রে। অঞ্জলি প্রদান শেষে দেবীর আশীর্বাদ পেতে হাতেখড়ি দেওয়া হয় শিশুদের। দুপুর দেড়টা পর্যন্ত পঞ্চমী তিথি থাকায় দুপুরের মধ্যে শেষ করতে হয় পূজার যাবতীয় কার্যক্রম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মণ্ডপ প্রাঙ্গণে দেখা গেছে ‘পণ্ডিত শিশুকে শিক্ষা দিচ্ছেন, পাশেই প্রার্থনারত বাবা-মা। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী দিচ্ছেন আশীর্বাদ।’ সনাতন সমাজকল্যাণ সংঘের আয়োজনে সরস্বতী দেবীর প্রতিমূর্তি ফুটিয়ে তোলা হয় এভাবেই। সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, ‘আমরা প্রতি বছর সরস্বতী পূজায় নতুন আঙ্গিকে একটা অর্থপূর্ণ বিষয়কে মণ্ডপ তৈরিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’ সকালে অঞ্জলি অর্পণ করতে প্রায় ৬ হাজার ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বিভিন্ন বিভাগের আয়োজনে মণ্ডপ তৈরি করা হয় বিভিন্ন বিষয়ের আদলে। আবাসিক অন্য হলগুলোয়ও ছিল নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার পাড়া-মহল্লায় মণ্ডপ প্রতিষ্ঠা করে আয়োজন করা হয় সরস্বতী পূজার। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত : সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা দেবী সরস্বতী পূজা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বরিশাল নগরীর বিভিন্ন স্কুল-কলেজে এ দিন সকালে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তরা। নগরীর অমৃত লাল দে কলেজ, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় জ্ঞান এবং বিদ্যা অর্জনের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উদ্যোগে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্পাঞ্জলি শেষে মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. কমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে অন্যতম আলোচক ছিলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক। কুড়িগ্রাম : পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, শিশুদের হাতেখড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতায় কুড়িগ্রামের বিদ্যা দেবী সরস্বতী দেবীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূজা মণ্ডপে অঞ্জলি প্রদান করে বিদ্যা দেবীর কাছে উচ্চশিক্ষা ও জ্ঞান লাভের জন্য প্রার্থনা করেন। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বসতবাড়িতে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল : টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়িতে সকালে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়। বিদ্যা দেবীর এ পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপ ঢাকের শব্দ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে দই উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতাসহ আরও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর : নানা কর্মসূচি ও উলুধ্বনি, ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের তালে মা সরস্বতীর কাছে বিদ্যা লাভের আশায় আরাধনা করে পূজা উদযাপিত হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ। পুষ্পাঞ্জলি, আলোচনা অনুষ্ঠান ও মঙ্গলপ্রদীপ ১৫তম-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দিনব্যাপী এ পূজা উদযাপিত হয়।

পূজার আলোচনা অনুষ্ঠান ও মঙ্গলপ্রদীপ ১৫তম-এর মোড়ক উন্মোচন পর্বে ডুয়েটের বাণী অর্চনা সংসদের সভাপতি উদয় কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ডুয়েটের বাণী অর্চনা সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ খবর