মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খুলনার স্কুলছাত্র হত্যায় নতুন ক্লু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৪) হত্যার নতুন ক্লু পেয়েছে পুলিশ। গতকাল সকালে পুলিশের অভিযানে সাব্বির হাওলাদার (১৯) নামের এক বখাটে আটকের পর প্রেমের পাশাপাশি আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। সাব্বিরের স্বীকারোক্তিতে পুলিশ নগরীর বয়রা শ্মশান ঘাট থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। এদিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আটক সানি ইসলাম, আসিফ প্রান্ত আলিফ ও তারিন হাসান রিজভী আদালতে জবানবন্দি দিয়েছেন। আটক অপর আসামি জিসান খানকে জেলহাজতে পাঠানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মাহাবুব হাকিম জানান, রূপসার সেনেরবাজার থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকাগত দ্বন্দ্বের কারণে ছুরিকাঘাতে রাজিনকে হত্যার কথা স্বীকার করে। এ নিয়ে হত্যায় জড়িত ৭ জনকে আটক করলো র‍্যাব ও পুলিশ। র‍্যাবের হাতে আটক হওয়া রয়েল ও তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, মামলার এজাহারে উল্লেখিত ৬ জনের মধ্যে সাব্বির হাওলাদারের নাম ছিল না। সে শ্মশানঘাটের জালাল হাওলাদারের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ও বখাটে। কেএমপির সহকারী কমিশনার এসএম আল বেরুনী জানান, আটককৃতরা প্রথমে প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশকে জানায়। ফাহিম ইসলাম নামের এক ছাত্রকে প্রধান আসামি করে মামলাও করে নিহতের পরিবার। পরে জিজ্ঞাসাবাদে সাব্বির হাওলাদের নাম উঠে আসে। প্রেমঘটিত ও আধিপত্য বিস্তারই এ হত্যার পেছনে কাজ করেছে। হত্যার সময় ফাহিম ও সাব্বির ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ অবশ্য ফাহিমকে এখনো আটক করতে পারেনি। উল্লেখ্য, শনিবার রাতে কলেজ ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে রাজিনকে হত্যা করা হয়। এতে তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৬ জনকে আসামি করে খালিশপুর থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর