মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মর্মান্তিক সুইসাইড নোট

পরিবার মানেনি, তাই হত্যার পর আত্মহত্যা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মিন্টু দেব আর রুমি পালের মধ্যে। ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু রুমির পরিবার তার বিয়ে ঠিক করে অন্যত্র। ঝড় ওঠে রুমি-মিন্টুর মনে। তাদের মনের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সব। একই সঙ্গে পরপারে পাড়ি জমিয়েছেন তারা দুজন। পুলিশ বলছে, যে হোটেলে তারা দুজন উঠেছিলেন, সেখানে তাদের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ ছাড়া রুমিকে হত্যা করে মিন্টু নিজে আত্মহত্যা করেছিলেন কিনা, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে পুলিশ। রবিবার সিলেট নগরীর ‘হোটেল মেহেরপুর’র ২০৬ নম্বর কক্ষ থেকে এ দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, মিন্টু প্রথমে রুমিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বলেন, আলামত দেখে মনে হয়েছে মিন্টু প্রথমে রুমিকে হত্যা করেন। পরে নিজে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি আমরা সবদিক থেকে খতিয়ে দেখছি। এদিকে, মিন্টু ও রুমির হোটেল কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ওই সুইসাইড নোটে নিজেদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত লিখে গেছেন তারা। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের মিলন পালের মেয়ে রুমি পাল। মিন্টু দেব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথবাড়ি গ্রামের মতিলাল দেবের ছেলে।

মিন্টু ও রুমির মধ্যে দূরসম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ছিল।

সর্বশেষ খবর