শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়ালসহ পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে সম্মাননা দিয়েছে মোংলা কাস্টম হাউস। ২০১৭ সালে মোংলা কাস্টম হাউসে সর্বোচ্চ রাজস্ব প্রদানের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কার সিলেকশন, শুন শিং এডিবল অয়েল লিমিটেড এবং দি অটোস সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে সম্মাননা লাভ করে। গতকাল (শুক্রবার) খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি আয়োজিত সেমিনারে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নগরীর টাইগার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণেই মৃতপ্রায় মোংলা বন্দর এখন সচল।  ২০১৭ সালের নভেম্বর মাসে এ বন্দরে ৮৭টি জাহাজ এবং ডিসেম্বরে ৫৪টি জাহাজ এসেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। বন্দর সচল থাকলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বাড়বে, বাড়বে রাজস্ব আহরণ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট কমিশনার আবদুল মান্নান শিকদার। সভাপতিত্ব করেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মারগুব আহমদ। বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য মিজানুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) কালিপদ হালদার, কর আপিলের কর কমিশনার প্রশান্ত কুমার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, মোংলা বন্দরের সদস্য (অর্থ) গোলাম মোস্তফা এবং খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।

এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি খালিশপুরের মোংলা কাস্টম হাউস থেকে নগরীর শিববাড়ী মোড়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর