শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিয়াজুলের সেই পিস্তলটি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটিতে যুবলীগ নেতা নিয়াজুল ইসলামের বহুল আলোচিত সেই পিস্তলটি বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ উদ্ধার করেছে। ১৬ জানুয়ারি ফুটপাথের হকার উচ্ছেদ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় লাইসেন্সকৃত এই অস্ত্রটি খোয়া গিয়েছিল। টহল পুলিশ রাত ২টায় বঙ্গবন্ধু সড়কে সাধু পোলের গির্জার সামনে একটি ফুলের তোড়ায় ১০ রাউন্ড গুলিসহ পিস্তলটি দেখতে পায়। এটি পলিথিনে মোড়ানো ছিল।

জানা গেছে, সংঘর্ষের সময় নিয়াজুল ফুটপাথ দিয়ে হেঁটে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তিনি দেখতে পান উচ্ছেদপন্থিরা ফুটপাথে হকারদের মারধর করছে। ‘মেরো না, মেরো না’ বলে তিনি এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে উচ্ছেদপন্থিরা নিয়াজুলকে তিন দফা রাস্তায় ফেলে পিটুনি দেয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে নিয়াজুল পিস্তল বের করেন। এই দৃশ্যটির ভিডিও কয়েকটি মিডিয়ায় এমনভাবে প্রচারিত হয়েছে, যেন হঠাৎ করেই মেয়র আইভির দিকে পিস্তল তাক করা হয়েছে। পরবর্তীতে ৪-৫টি চ্যানেলে প্রচারিত ভিডিওতে নিয়াজুলকে মারধরের দৃশ্য দেখা যায়। পরদিন ১৭ জানুয়ারি নিয়াজুল তার ছোট ভাই রিপনের মাধ্যমে সদর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে তার অস্ত্র লুটের অভিযোগ করেন।

সর্বশেষ খবর