সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খেলাপি আদায়ে চাই পৃথক সেল

——— মির্জ্জা আজিজুল

খেলাপি আদায়ে চাই পৃথক সেল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে মনোযোগী হতে হবে। শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ  থেকে পাওনা আদায়ে প্রয়োজনীয় পৃথক সেল গঠন করা যেতে পারে। নতুন করে যেন খেলাপি না হয় কোনো ঋণ, সে জন্য ঋণ দেওয়ার আগেই প্রস্তাবগুলো আরও নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে মর্টগেজ দেওয়া বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ ও কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। ব্যাংক কর্মকর্তাদের নৈতিকভাবে আরও বলীয়ান হতে হবে। সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কখনো খেলাপি ঋণ থামানো যাবে না। তাই সরকারকে নিশ্চিত করতে হবে, ব্যাংকিং খাতে অনিয়মের সঙ্গে জড়িতরা যেন রাজনৈতিক আশ্রয় না পায়। বরং দুর্নীতিবাজ ও লুটেরাদের কঠোর শাস্তির নজির সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ব্যাংকিং খাত বাঁচাতে হলে তথা দেশের অর্থনীতি বাঁচাতে হলে এ খাতে শৃঙ্খলা আনতেই হবে। এই নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শাস্তি দিতে হবে। অর্থঋণ আদালতে যেসব মামলা রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সহায়তা নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। ব্যাংকার, ব্যবসায়ীদের মনে রাখতে হবে ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা করা যায়। তা সময়মতো ফেরত দিতে হবে। টাকা ফেরত না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর