সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরও কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংককে

——— ইব্রাহীম খালেদ

আরও কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংককে

ব্যাংকিং খাতের অভিভাবক ও তদারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হতে হবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতের সমস্যার মূলে যেতে হবে। পরিচালনা ও ব্যবস্থাপনার মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। প্রত্যেককে পৃথকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সমস্যা কী তা আমরা সবাই জানি। ফলে সমস্যার আলোকে সমাধানের পথ খুঁজতে হবে। যে কোনো সংকটে সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কোনো সমস্যা জিইয়ে রাখা যাবে না।’ তিনি বলেন, স্বাধীনতার পর কমিশন করে বঙ্গবন্ধু এ খাতে এক হাজার লোক নিয়োগ দিয়েছিলেন। তা ছিল একটা চমত্কার পদ্ধতি। সে ধরনের পদক্ষেপ এখনো নেওয়া যেতে পারে। এ জন্য আবারও ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে বলে তিনি মনে করেন। গত ১০ বছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঋণ ফেরত পাওয়া যায়নি। সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। সমস্যাটিকে প্রলম্বিত করলে কখনো শৃঙ্খলা ফিরবে না ব্যাংকিং খাতে। তিনি বলেন, সরকার, ব্যাংকার, ব্যবসায়ীদের কাছে পরামর্শ, ব্যাংকিং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সবাইকে ত্বরিত একটা পদক্ষেপ নিতে হবে। এ জন্য সংসদীয় কমিটির মাধ্যমে সঠিক সুপারিশ আমলে নিয়ে খেলাপি ঋণ আদায় করতে হবে। দুর্নীতিগ্রস্ত ব্যাংকার, পরিচালকদের বিচারের মুখোমুখি করতে হবে।

সর্বশেষ খবর