সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তালাবদ্ধ ঘরে আগুনে দুই ভাইয়ের মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভারে একটি বস্তিঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুই ভাই। শনিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো— জাহিদ (১৩) ও নাহিদ (৬)। তাদরে বাড়ি নওগাঁর রানীনগর থানার ত্রিমোহনী গ্রামে। বাবার নাম আতাউর রহমান এবং মা জোবেদা বেগম। তারা স্থানীয় তেঁতুলঝোড়া স্কুলে পড়াশোনা করত।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। এ সময় মোমবাতির আগুনে পুরো ঘরটি পুড়ে দুই ভাই মারা যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে। জানা গেছে, একটি পরিত্যক্ত জায়গায় বস্তিঘর করে জোবেদা বেগম দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। মাঝরাতে জোবেদা বেগমের শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট হলে দুই সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে তিনি হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের সন্ধানে যান। এ সময় দুর্ঘটনাবশত কাঠের আসবাবের ওপর রাখা মোমবাতির আগুনে মুহূর্তে পুরো ঘর ভষ্মীভূত হয়ে যায়। এতে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় দুই ভাই পুড়ে মারা যায়। শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু অগ্নিকাণ্ডটি দুর্ঘটনামূলক তাই এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। পরে সাভার মডেল থানা দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে অজ্ঞাত এক (৫০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর