বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিজাম হাজারীকে নিয়ে রিটে ফের বিব্রত আদালত

নিজস্ব প্রতিবেদক

ফেনী-২ আসনে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদ থাকবে কিনা সে বিষয়ে দায়ের করা রিটের ওপর শুনানিতে বিব্রত বোধ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক হাই কোর্ট বেঞ্চ শুনানিতে বিব্রত বোধ করে। ২৩ জানুয়ারি এই বেঞ্চে রিটের ওপর শুনানি শুরু হয়। গতকাল সকালেও রিটের ওপর শুনানি হয়। বিরতির পর আবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিরতির পর আদালত শুনানিতে বিব্রত বোধ করে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সত্যরঞ্জন মণ্ডল। তিনি সাংবাদিকদের জানান, এ নিয়ে নয়বার এই রিটের শুনানিতে উচ্চ আদালত বিব্রত বোধ করেছে। এখন প্রধান বিচারপতি এই মামলার নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন করে দেবেন। ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।

 প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার  থেকে মুক্তি পান। পরে ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

সর্বশেষ খবর