বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ভালো খবর

মধ্যপাড়া খনিতে পূর্ণমাত্রায় পাথর উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি

দেশের মধ্যপাড়া পাথর খনির পাথরের ব্যাপক চাহিদা থাকায় উত্তোলনের সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। ডিলারদের চাহিদা অনুযায়ী পাথর সরবরাহ সম্ভব হচ্ছে না। এরকম অবস্থায় মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নতুন স্টোপ থেকে তিন শিফটে  পূর্ণমাত্রায় পাথর উত্তোলন শুরু করেছে। বর্তমানে প্রতিদিন তিন শিফটে পাথর উত্তোলন ৩ হাজার ১০০ টন অতিক্রম করেছে। গতকাল সকাল থেকে তিন শিফটে ৩ হাজার ১০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। খনির একটি সূত্র জানিয়েছে, তিন শিফটে পাথর উত্তোলনের পাশাপাশি নতুন স্টোপ নির্মাণ ও খনি উন্নয়নের কাজও সমানতালে চলছে। অত্যাধুনিক ও বিশ্বমানের বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানি করে খনির ভূগর্ভে স্থাপনসহ বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যেও জিটিসি তিন শিফটে পাথর উত্তোলন করছে এবং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী বলেন, মধ্যপাড়া পাথর খনির উন্নয়ন ও পাথর উত্তোলনে প্রায় ৭০০ খনিশ্রমিক, ৭০ রাশিয়ান ও বেলারুশিয়ান খনি বিশেষজ্ঞ এবং অর্ধশতাধিক দেশি প্রকৌশলী দিনরাত কাজ করে যাচ্ছেন। গতকাল থেকে পাথর উত্তোলনের পরিমাণ তিন হাজার টন ছাড়িয়েছে।

সর্বশেষ খবর