বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

খামার করে স্বাবলম্বী

দিনাজপুর প্রতিনিধি

খামার করে স্বাবলম্বী

সংসারের সচ্ছলতা আর নিজের লেখাপড়ার খরচ জোগাতে যুবক লিয়াত আলী লিমন মুরগির খামার করে স্বাবলম্বী। লিয়াত আলী লিমন দিনাজপুর সিটি কলেজ থেকে এবারের এইচএসসি (মানবিক) পরীক্ষার্থী। ৬ হাজার টাকা দিয়ে ১০০ মুরগি পালন শুরু করেন। এখন ভাড়া জায়গায় ২ হাজার মুরগি পালন করছেন। আর শিগগিরই ৬ হাজার মুরগি পালনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান লিমন। দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকার তারিপুর হাজীপাড়ায় তার এই মুরগির খামার। ২০০৮ সালে লিয়াত আলী লিমনের বাবা জাহাঙ্গীর আলম মারা যান। এ সময় এক ভাই এক বোনকে নিয়ে মা লাভলী বেগম সংসার চালাতে হিমশিম খান। ২ ছেলে-মেয়েকে বড় করতে চোখেমুখে অন্ধকার দেখেন। এই সময় লাভলী বেগম একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নেন। আজ বড় ছেলে লিমন কলেজে পড়ে। সংসারের এ অবস্থায় লিয়াত আলী লিমন পড়ালেখার সঙ্গে সংসারে সহযোগিতা করতে চাইলে মায়ের পরামর্শে গত বছরের মার্চ মাসে ব্রয়লার ১০০ মুরগি পালন শুরু করেন। শুরুতেই লাভবান হওয়ায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন গত দেড় মাস আগে জায়গা ভাড়া নিয়ে মুরগির শেড করে ১ হাজার মুরগি পালন করে ২০ হাজার টাকা লাভের পর এবার ২ হাজার মুরগির বাচ্চা পালন করছেন।   লিমন বললেন, সব কিছুই মায়ের দোয়া। তার পরামর্শে এই মুরগির খামারকে বড় করা এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে চাই। কারও কোনো সহযোগিতা না পেলেও আমি ধীরে ধীরে এ খামারকে বড় করার চেষ্টা করছি।

মাটির ৫ ফিট উপরে লক্ষাধিক টাকা খরচ করে মুরগির খামারের শেড নির্মাণ করে এক হাজার সোনালি মুরগি পালন শুরু করেছি। যাতে করে সমস্যা কম হয়। এতে গরমে বা ঠাণ্ডায় সুবিধা পাওয়া যায়।   ২/১ মাসের মধ্যে ৬ হাজার মুরগি পালনের প্রস্তুতি নিচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর