বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাজ্যে বাংলাদেশি বিজ্ঞানীর কৃতিত্ব

ঝিনাইদহ প্রতিনিধি

যুক্তরাজ্যে বাংলাদেশি বিজ্ঞানীর কৃতিত্ব

ড. প্রদীপ সরকারসহ ছয়জনের গবেষণা দল প্রফেসর স্টিভ রিমারের তত্ত্বাবধানে প্রায় তিন বছরের বেশি সময় ধরে নিরলস প্রচেষ্টায় এক ধরনের অ্যাকটিভ পলিমার হাইড্রোজেল তৈরি করেছেন, যা চিকিৎসাবিজ্ঞানের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করতে পারে। এ প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে সঠিক উপায়ে দ্রুততার সঙ্গে ব্যাকটেরিয়া ইনফেকশন পরীক্ষা করা সম্ভব এবং ডাক্তারদের জন্য সঠিক সময়ে সঠিক অ্যান্টিবায়োটিক দেওয়া আরও সহজতর হতে পারে। সম্প্রতি এ গবেষণাকাজের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের Royal Society £10M অনুদান প্রদান করেছে। এ প্রযুক্তি প্রাথমিকভাবে অ্যানিমলে পরীক্ষা চালানোর জন্য অনুমতি প্রদান করা হয়। তারপর একে ক্লিনিক্যাল টেস্টিংয়ের জন্য পাঠানো হবে। ড. সরকার এই গবেষক দলের লিড সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন এবং বিশ্বখ্যাত পাঁচটিরও বেশি জার্নালে তাদের গবেষণালব্ধ ফল প্রকাশিত হয়েছে। ড. সরকার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম (মৃত) জিতেন্দ্রনাথ সরকার ও মাতা (মৃত) বেলা রানী সরকার। তিনি পিতা-মাতার কনিষ্ঠ পুত্র। তিনি কামান্না বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কেসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করেন। ড. সরকার ঝিনাইদহ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট স্বপন কুমার সরকারের ছোট ভাই। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপলায়েড ক্যামিস্ট্রিতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানী হিসেবে তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন। তিনি যুক্তরাজ্যের সেফিলড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভের পর একই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। তার গবেষণালব্ধ আর্টিক্যাল ও পেটেন্ট বিশ্বখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে ড. সরকার যুক্তরাজ্যে একটি বায়োটেক কোম্পানির কো-ফাউন্ডার ও প্রধান গবেষক হিসেবে কর্মরত।

সর্বশেষ খবর