বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিজিএমইএ ভবনে শ্রমিকদের হামলা

নিজস্ব প্রতিবেদক

বিজিএমইএ ভবনে শ্রমিকদের হামলা

বিজিএমইএ ভবনে গতকাল হামলা চালান বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর কারওয়ান বাজারে গার্মেন্ট মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। গতকাল দুপুরে বকেয়া বেতনের দাবিতে রামপুরার ওয়াপদা রোড সংলগ্ন আশিয়ানা গার্মেন্ট শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে তাদের সঙ্গে বিজিএমইএ কর্মচারীদের  সংঘর্ষ হয়। এ অবস্থায় ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫জন আহত হন। আশিয়ানা গার্মেন্টস শ্রমিকরা জানান, বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিলে বিজিএমইএ কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে আশিয়ানা গার্মেন্টসের ২০০-২৫০জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে জড়ো হন। এক পর্যায়ে শ্রমিকরা ভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন ভবনের ভিতর থেকে ৬-৭জন কর্মী বেরিয়ে এসে হামলা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর শ্রমিকরা পুরো দল নিয়ে ভবনের ভিতর প্রবেশ করে দরজার কাচ, ফুলের টব ভেঙে ফেলেন। এ সময় লিফট, নিরাপত্তা তল্লাশির জন্য রাখা আর্চওয়ে ও স্ক্যানার ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে শ্রমিক নেতারা সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। শ্রমিকদের একটি দল বিজিএমইএ ভবনের ভিতর থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা ইট-পাটকেল ছুড়ে ভবনের বাইরের কয়েকটি কাচও ভাঙচুর করেন। এ সময় বিজিএমইএ ভবন থেকে নিরাপত্তারক্ষীসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় শ্রমিক ও কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কয়েক জন শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির পর পুলিশ আসে।

সর্বশেষ খবর