বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় গ্রেফতার, পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাবনা প্রতিনিধি

ঢাকা থেকে গ্রেফতারের পর পাবনার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুলহাস উদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাতে জেলার ঢালারচর ইউনিয়নের বালাজ মেম্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জুলহাস ওই ইউনিয়নের জসিম মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি একাংশের নেতা বলে দাবি পুলিশের। সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, একাধিক হত্যা মামলার আসামি জুলহাসকে ডিএমপির সহায়তায় ঢাকা নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার পাবনা পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জুলহাস তার অস্ত্র ভাণ্ডার ও বাহিনীর অন্য সদস্যদের সম্পর্কে তথ্য দেয়। স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে আমিনপুর থানা পুলিশ ঢালারচর ইউনিয়নের দড়িরচর এলাকার উদ্দেশে রওনা হয়। পথে বালাজ মেম্বারের মোড়ে জুলহাসের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে জুলহাস পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি হয়। গোলাগুলি থামার পর পাওয়া যায় জুলহাসের গুলিবিদ্ধ লাশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় দুটি দেশীয় ওয়ান শাটারগান, আট রাউন্ড কার্তুজ, সাত রাউন্ড গুলির খোসা, একটি দেশীয় তৈরি পিস্তল।

সর্বশেষ খবর