সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
রাষ্ট্রপতি নির্বাচন

আজ মনোনয়নপত্র জমা দেবেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৭ ফেব্রুয়ারি ইসি মনোনয়নপত্র পরীক্ষা করবে।

এর আগে রাষ্ট্রপতি প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ওই দিনই তিনি দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সেই মনোনয়নপত্র হস্তান্তর করেন। জানা গেছে, গতকাল রাষ্ট্রপতি ওই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। আজ দুপুরের মধ্যে তা নির্বাচন কর্তার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামীকাল (আজ সোমবার) দুপুরে মনোনয়নপত্র জমা দিতে যাব। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি); এই নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দিতে পারেন, ভোটগ্রহণও হয় সংসদে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইসি মনোনয়নপত্র পরীক্ষা করবে ৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ১৮ ফেব্রুয়ারি। একাধিক প্রার্থী না থাকলে ভোটগ্রহণ ছাড়াই পুনর্নির্বাচিত হবেন আবদুল হামিদ। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দিয়ে শুক্রবার নির্বাচন কর্তা ও সিইসি কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। তবে আর কেউ যদি মনোনয়নপত্র না নেন সে ক্ষেত্রে ৭ ফেব্রয়ারি চূড়ান্ত বাছাই হবে। আর বাছাইয়ের পরে যদি দেখা যায় একক প্রার্থী, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র নেই সেক্ষেত্রে সেদিন যে মনোনয়নপত্র পাব সেটাই আমরা চূড়ান্ত ঘোষণা দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর