শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে ছয় কেজি সোনাসহ দুই যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল ভোরে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন— কেরামত আলী (৫৮) ও লোকমান (৫৮)। জানা যায়, কেরামত আলীর বাড়ি ফেনীর ফুলগাজীতে। আর লোকমানের বাড়ি ঢাকার কদমতলী থানা এলাকায়। 

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতদের ব্লেজার, জুতা এবং মোবাইল ফোনের কভারের ভিতর থেকে ৫.৮ কেজি সোনা জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ  টাকা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে শাহজালালে অবতরণের পরই তাদের আটক করা হয়। এদের একজনের ব্লেজারের কলারের নিচে সেলাই করে লুকানো অবস্থায় ২৮ পিস এবং আরেকজনের দুই জুতা ও মোবাইল

ফোনের কভারের ভিতরে ৩ পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, আকাশপথে ব্যাংকক থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এই সোনাগুলো তাদের কাছে হস্তান্তর হয়েছে।

সর্বশেষ খবর