শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছে ছয়টি জেব্রা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছে ছয়টি জেব্রা

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ ও সিংহের পর এবার আনা হচ্ছে ছয়টি জেব্রা। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হবে। ইতিমধ্যে জেব্রা রাখার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গত বছর রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয় একটি সিংহ। ৩২ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় দুটি বাঘ। আগামী কয়েকদিনের মধ্যে যোগ হবে ছয়টি জেব্রা। দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ লাখ টাকা ব্যয়ে জেব্রাগুলো আনা হচ্ছে। ইতিমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানটি শেষ করেছে ব্যাংক সংক্রান্ত প্রয়োজনীয় কাজ। প্রায় সম্পন্ন হয়েছে সরকারি দাফতরিক কাজও। চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘চিড়িয়াখানার টিকিট বিক্রির ৪৮ লাখ টাকা দিয়ে ছয়টি জেব্রা আনা হচ্ছে। খুব শিগগিরই জেব্রাগুলো চিড়িয়াখানায় যুক্ত হবে। ইতিমধ্যে জেব্রাগুলো রাখার জন্য তৈরি করা হয়েছে লোহার খাঁচাসহ প্রয়োজনীয় সব উপকরণ। তাছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠানও জেব্রা রাখার স্থান যথাযথ আছে কিনা তাও পরিদর্শন করেছেন। এর মাধ্যমে চিড়িয়াখানায় আসবে পূর্ণতা। দর্শকরা দেখতে পাবেন বৈচিত্র্যময় পশুপাখি।’ জানা যায়, টিকিট বিক্রির টাকার নয়-ছয়সহ নানা চড়াই-উত্রাই পেরিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা এখন স্বাবলম্বী। এসেছে দৃশ্যমান পরিবর্তন। টিকিট বিক্রির ৩০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় সীমানা প্রাচীর, পশুদের জন্য দেওয়া হয় খাঁচা, আবর্জনার ভাগাড়কে করা হয়েছে নান্দনিক বৈঠকখানা। তিতির পাখিকে দেওয়া হয়েছে পৃথক ঘর। বানানো হয়েছে নান্দনিক আঁকাবাঁকা সিঁড়ি। ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে প্রধান ফটক। চিড়িয়াখানার অভ্যন্তরে ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৩২ হাজার ১৬৪ বর্গফুট রাস্তা। পুরো চিড়িয়াখানা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক আবদুল মান্নান সাধারণ মানুষের বিনোদন, শিশুদের শিক্ষা এবং গবেষণার জন্য নগরের খুলশির ফয়েজ লেকের পাশে ৬ একর জমির ওপর চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেখানে ৬৭ প্রজাতির তিন শতাধিক পশু-পাখি আছে।

সর্বশেষ খবর