রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চেকপোস্টে পুলিশকে গুলি করে এসএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেকপোস্টে পুলিশকে গুলি করে এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে পুলিশকে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে একজনকে কারাগারে এবং অপর দুজনকে বয়স বিবেচনায় সেইফ হোমে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মহানগর হাকিম আল ইমরান গতকাল বিকালে এ আদেশ দেন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরির্দশক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর। এর আগে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তিনি বলেন, মামলায় উল্লিখিত ১০ জনের নাম-ঠিকানা সবই আছে। তবে গ্রেফতারের  স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

গ্রেফতার তিনজনের মধ্যে মো. আবদুল হাকিম অভি (১৯) নামে একজনকে প্রথমে আটক করা হয়। এরপর রাতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে জোবায়ের হোসেন প্রত্যয় (১৭) ও মাঈনুদ্দিন ফরিদ ওরফে রাকিব (১৭) নামে আরও দুজনকে আটক করে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মালেক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিত্সাধীন।

সর্বশেষ খবর