রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নর্থ সাউথের জমকালো সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথের জমকালো সমাবর্তন অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ী ক্যাম্পাসে গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

নানা আয়োজনের মধ্য দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। এ আয়োজন উপলক্ষে বিশ্ববিদ্যালয়টি সেজেছিল বর্ণিল সাজে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ২০০৮ সালে রসায়নে নোবেলজয়ী ড. মার্টিন শেলফি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এতে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসান ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বক্তব্যে বলেন, ‘আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করি না। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে, যাতে সৃষ্ট জ্ঞান জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ নুরুল ইসলাম নাহিদ বলেন, ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব এবং শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। নোবেলজয়ী অধ্যাপক ড. মার্টিন শেলফি বলেন, ‘আমার বাবা স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। টিউশন ফির অভাবে মা কলেজের গণ্ডি পার হতে পারেননি। কিন্তু আমার প্রবল ইচ্ছা ছিল বিজ্ঞানী হওয়ার। সে অনুযায়ী আমি গবেষণায় মনোনিবেশ করেছিলাম। কিন্তু আমাকে বলা হয়, নিজের বুদ্ধিমত্তা না থাকলে গবেষণা করা যায় না। এরপর আমি গবেষণা ছেড়ে দিয়ে হাইস্কুলে শিক্ষকতা করি। তখন আমার এক সহকর্মী আমাকে আবার গবেষণার সুযোগ করে দেন। আমি সফল গবেষক হই। তাই হাল ছেড়ে দিলে চলবে না।’ পরে রসায়ন বিভাগে গ্রিন ফ্লোরসেন্ট প্রোটিন বিষয়ে নোবেল জয় করেছেন এ বিজ্ঞানী। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি বেসরকারি পর্যায়ে প্রথম শিক্ষার্থীদের জন্য এর দ্বার উন্মুক্ত করেছে। এর পর থেকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশে শিক্ষার আমূল পরিবর্তন এনেছে নর্থ সাউথ। সে সাফল্যের ধারাবাহিকতায় গৌরবের ২৫ বছর পার করে এখনো সাফল্যের শীর্ষে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ হাজার ৮০০ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সমাবর্তনে সনদ দেওয়া হয়। স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ১০ জনকে চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।

সর্বশেষ খবর