রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জুতার ভিতর বিপুল রিয়াল-রিঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভিতর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় শুক্রবার রাতে কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি ঘোষণার বাইরে বিশেষভাবে লুকানো সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত বহন করছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তবে আটকের আগে তিনি ঢাকা থেকে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, ৮ নম্বর বোর্ডিং গেটে কামরুলকে গোয়েন্দারা বৈদেশিক মুদ্রা থাকার কথা জিজ্ঞাস করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে জুতার ভিতরে বিশেষ কায়দায় কাগজে মোড়ানো অবস্থায় মুদ্রাগুলো পাওয়া যায়। মোট ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ১৫ লাখ ৮৬ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, কামরুল বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করে মালয়েশিয়ায় বিক্রি করেন। আটকের দিন জব্দ করা মুদ্রাগুলো দিয়ে ল্যাপটপ, কসমেটিকস, সিগারেট ইত্যাদি কেনার কথা ছিল তার। এর আগেও তিনি এভাবে ১০-১১ বার বৈদেশিক মুদ্রা বহন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সর্বশেষ খবর