শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্বপ্ন দেখাচ্ছে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

স্বপ্ন দেখাচ্ছে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ

অবশেষে দৃশ্যমান হয়েছে বহুল কাঙ্ক্ষিত, দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সহধর্মিণীর নামে নামকরণ করা সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ। এর অবকাঠামোগত নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন উদ্বোধনের জন্য দিনক্ষণ গণনা চলছে।

রাজধানী ঢাকার সন্নিকটে গাজীপুরের কাপাসিয়ার ঢাকা-কিশোরগঞ্জ সড়ক সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে এ নার্সিং কলেজ। ১০০ ছাত্রছাত্রী অধ্যয়নের সুযোগ থাকবে নবগঠিত এ নার্সিং কলেজে। সংশ্লিষ্টদের মতে, আর্থিক অসুবিধার কারণে অনেক আগ্রহী ছাত্রছাত্রী দূরে গিয়ে নার্সিং পড়তে পারছেন না। এই নার্সিং কলেজ সেসব আগ্রহীর স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে। এখানেই থাকবে বিএসসি নার্সিং পড়ার সুযোগ। শুধু তাই নয়, নার্সিং কলেজকে কেন্দ্র করে আশপাশেও হবে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। জানা গেছে, নার্সিং কলেজ ভবনের কাজ সম্পন্ন হয়েছে আগেই। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কিছু দিনের মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান ভবন হস্তান্তর করবে। নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা সিকদার জানান, এই নার্সিং কলেজের সেশন থাকবে ৪টি। প্রতি সেশনে ১০০ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ থাকবে। এখানে বিএসসি নার্সিং ডিগ্রি কোর্স চালুকরণ ও আগামী শিক্ষাবর্ষ হতে ছাত্রছাত্রী ভর্তির লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এটিসি জেবীর কর্মকর্তা প্রকৌশলী মোকদম আলী জানান, এই কলেজের চারতলা একাডেমিক ভবন, দোতলা হোস্টেল বিল্ডিং, দোতলা গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার এবং একটি সাবস্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কর্তৃৃপক্ষ ইচ্ছা করলেই এখন আমাদের কাছ থেকে ভবনগুলো বুঝে নিতে পারে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম বলেন, কাপাসিয়ায় নার্সিং কলেজ প্রতিষ্ঠা হওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। বর্তমান সরকারের এ পদক্ষেপের কারণে স্বাস্থ্য খাতের মান বৃদ্ধি পাবে এবং এখানে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা কাপাসিয়া উপজেলার বেকারত্ব লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুস ছালাম সরকার বলেন, নার্সিং কলেজের কার্যক্রম শুরু হলে হাসপাতালের শয্যা সংখ্যাও বাড়ানো হবে। হাসপাতালে ডাক্তার ও নার্সদের সংখ্যা বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর