শিরোনাম
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ১৭ প্রাণ, আহত ৩৮

সাজেকে পর্যটনবাহী বাস খাদে

প্রতিদিন ডেস্ক

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে বাস খাদে পড়ে ৪, নাটোরে বাসের সঙ্গে সংঘর্ষে তিন কিশোর মোটরসাইকেল আরোহী, ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ চালক ও শ্রমিক, মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ ইটভাটা শ্রমিক, কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানচাপায় তরু-বৃদ্ধা এবং ভোলায় অ্যাম্বুলেন্স চাপায় শিশু, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ও গাজীপুরের শ্রীপুরে দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন। এ ছাড়া রাঙামাটির সাজেকে গাড়ি পাহাড়ি খাদে পড়ে ৪ পর্যটক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ : জেলার ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে ঘটনাস্থলেই একজনসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে ২৫ জন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ উপজেলার সদরের সাইকেল আরোহী রতন মিয়া (২৫), নান্দাইলের হাবিব মিয়া (৩৫), জামালপুরের হাসিনা খাতুন। অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, এক সাইকেল আরোহীকে বাঁচাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই সাইকেল আরোহী রতন মিয়া মারা যান। ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নাটোর : নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাঁচিকাটা ১০ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গুরুদাসপুরের মসিন্দা মাছপাড়ার সাইদুল ইসলামের ছেলে বায়েজিদ হোসেন (১৬), জগেন্দ্রনগরের মালেক প্রামাণিকের ছেলে হাকিম শেখ (১৩) ও একই গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৭)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, বাসটির ধাক্কা ও চাপায় ওই তিনজনের মৃত্যু ঘটে। পরে মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে পড়লে সেখানেই আগুন লেগে যায়। তবে এর আগেই ওই বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া নামক স্থানে গতকাল ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ চালক ইকবাল হোসেন পাটোয়ারী ও মিল শ্রমিক শামীম হোসেন নিহত হয়েছেন। অপর এক শ্রমিক আলী ফরাজী গুরুতর আহত হলে তাকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাদারীপুর : মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের আসমত আলী খান ব্রিজের টোল ঘরের সামনে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন— খুলনার পাইকগাছার শৌলিয়া গ্রামের ফারুক (৩৮) ও শিউলি (২৮)। চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনে সড়কের পাশে গণপরিবহনে উঠতে অপেক্ষায় ছিল ১০-১২ জন নারী-পুরুষ। আকস্মিক কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো নারী-পুরুষকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান দুজন। মারা যাওয়া দুজনের মধ্যে একজন ১৮ বছরের তরুণ, অপরজন ৬৫ বছরের বৃদ্ধা। এ সময় শিশুসহ চারজন আহত হন। শুক্রবার বিকালে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। ভোলা : ভোলা-চরফ্যাশন সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় সানজিদা (৯) নামে এক শিশু এবং মনসুর আলী বিশ্বাস (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় সানজিদা নামে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই উপজেলার কাচিয়া এলাকার  জাহাঙ্গীর হোসেনের মেয়ে। অপর দিকে শুক্রবার বিকালে ওই একই সড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনসুর আলী বিশ্বাস (৩৫) নিহত হন। নিহত মনসুর কুষ্টিয়া জেলার কুমারখালীর মো. ইউসুব আলী বিশ্বাসের ছেলে। রাঙামাটি : রাঙামাটি জেলায় সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি খোলা জিপ পাহাড়ি খাদে পড়ে চারজন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন— তাসনিয়া হাবিবা (২৭), মো. তুহিন (৩৫), মো. নূরুল ইসলাম (২৯), মো. সুমন (৩৩)। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই পর্যটক। তারা চট্টগ্রামের ব্যাটারি গলির বাসিন্দা। বর্তমানে আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর