শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই বাংলার সাহিত্য সম্মেলন শুরু আজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন’। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত কবি-সাহিত্যিকরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশের কথা সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের কথাশিল্পী আবুল বাশার। এ ছাড়াও বাংলাদেশের কথা সাহিত্যিক নাসরিন জাহান এবং ভারতের কবি নন্দদুলাল আচার্য, কবি তারিক সুজাত, গল্পকার ও কবি পার্থ আচার্য, ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়সহ বাংলাদেশের ৬৪ জেলার কবি-সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। ভারতের ত্রিপুরা ও আসাম থেকেও আসবেন কবি-সাহিত্যিকরা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সম্মেলন অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। আয়োজনে থাকবে উদ্বোধন পর্ব, শোভাযাত্রা, আলোচনা পর্ব, কবিতা পাঠের আসর, সম্মাননা, আবৃত্তি, বিষয়ভিত্তিক আলোচনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন অতিথিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর