শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উপবনের ১১ বগি লাইনচ্যুত, লণ্ডভণ্ড রেলযোগাযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ১৫ ঘণ্টা পর আবারও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে পাহাড়ীকা ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। এদিকে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গতকাল পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় ট্রান্সপোটেশন অফিসার মো. শফিকুর রহমানকে। ওই কমিটিকে ৩ দিনের মধ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ঢাকা) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ এমএ শহীদ।  শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উদয় কুশল সিং বলেন, লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ থেকে পাহাড়ীকা ট্রেন সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেছে। রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) মো. গাওস আল মুনীর বলেন, এ ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেনটি পাওয়ারকারসহ ১১টি বগি শ্রীমঙ্গলে সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় দুর্ভোগে পড়েন ট্রেনের শত শত যাত্রী। বৃহস্পতিবার রাতেই স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব যাত্রীকে শহরে নিয়ে আসা হয়। এদিকে এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর