শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদরের গোকুল এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে শুক্রবার প্রতিপক্ষ গ্রুপের হামলায় সনি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। ছুরিকাঘাতসহ চাপাতি দিয়ে তাকে কোপানো হয়। সে স্বেচ্ছাসেবক দল গোকুল ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দল গোকুল শাখার সভাপতি মিজানুর রহমান মিজান (৩৩) সহ তিনজন আহত হন। আহত অপর দুজন হলেন আবদুল হাকিম (২০) ও মিজানের স্ত্রী সালমা আকতার নিশা (৩০)। আহতদের মধ্যে দুজন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল গোকুল শাখার সাবেক সাধারণ সম্পাদক বিপুলের সঙ্গে মিজানের বিরোধ চলছিল। মিজানের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগে বিপুল গ্রুপের স্বেচ্ছাসেবক দলের রাসেল নামে এক কর্মী মিজান গ্রুপের মারপিটে আহত হন। এতে বিপুল গ্রুপ ক্ষিপ্ত হয় এবং এরই জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে মিজানের ওপর বিপুলের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপের ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার সময় মিজান তার লোকজনসহ বাড়ি থেকে বের হচ্ছিলেন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করে তাদের ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ও কোপায় বলে আহতরা জানিয়েছেন। এ সময় মিজানের স্ত্রী নিশা এগিয়ে এলে তিনিও হামলার শিকার হয়। আহত চারজনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে সনি মারা যান। এ ছাড়া মিজানকে বিকালে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সভাপতি মেহেদি হাসান হিমু জানিয়েছেন, বিপুল ও মিজানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিপুলকে ইতিপূর্বে দল থেকে বহিষ্কার করা হয়। তবে দুই গ্রুপের মধ্যে মারপিটের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, দুই গ্রুপের মধ্যে মারপিটের  ঘটনায় একজন নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর