শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

হারিয়ে যাচ্ছে সেই বাবুই পাখি

হারিয়ে যাচ্ছে, সেই বাবুই পাখি

হারিয়ে যাচ্ছে সেই বাবুই পাখি

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, ‘কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,’—কবি রজনীকান্ত সেনের সেই কবিতাটি এখন কেবল বইয়ের পাতায়ই। যাদের নিয়ে কবির কবিতা সেই বাবুই পাখি এবং তাদের নিপুণ কারুকাজের বাসা প্রকৃতির পালা বদলে এখন খুব একটা চোখে পড়ে না, চলে যাচ্ছে চোখের আড়ালে। দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তাল ও খেজুর গাছ আজ হারিয়ে যেতে বসেছে। তাল গাছ, খেজুর গাছ নেই তো বাবুই পাখিও যেন নেই। বিভিন্ন ধরনের খড়কুটা সংগ্রহ করে বাবুই পাখির গড়া সেই বাসা তো দূরের কথা, বাস্তবে বাবুই পাখির দেখা মেলা ভার। প্রকৃতির বদল বা আবহাওয়ার প্রতিকূলতার কারণেই হোক কিংবা শিকারিদের অব্যাহত কালো থাবার কবলেই হোক, আজ তাদের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে। ফসলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করায় সেই কীটনাশকযুক্ত ফসল আর মৃত পোকামাকড় খেয়ে বাবুই পাখির মৃত্যুর বিষয়টিও একটা কারণ বলে অনেকে মনে করেন। বাস্তবতা হচ্ছে, ক্ষুদ্রাকৃতির চঞ্চল বাবুই পাখি প্রকৃতির কাছ থেকে আজ হারিয়ে যেতে বসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর